ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হাসান (১৭) সন্ধান এক সপ্তাহেও মেলেনি। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও মেট্রোপলিটন পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত শুক্রবার বিকেল ৫টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় স্কুলছাত্র। তাকে উদ্ধারে নদীতে নামে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা। কিন্তু শেষাবধি স্কুলছাত্রকে জীবিত বা মৃত উদ্ধারে ব্যর্থ হয়ে সংস্থাটি তাদের অভিযান গুটিয়ে নেয়।
নিখোঁজ ফাহাদ হাসান বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হোসেনের ছেলে এবং জিলা স্কুলের বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত ছিল।
স্কুলছাত্রের বন্ধু ইকবাল মাহমুদ বলেছে, খেয়াঘাট থেকে আমরা ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য একটি ট্রলার ভাড়া করে রওনা দেই। ঘাট ছেড়ে মাঝ নদীতে আসার পরে হঠাৎ করে ফাহাদ মাথা ঘুরিয়ে নদীতে পড়ে যায়। তখনই আমরা ৯৯৯ নম্বরে কল করি। এর কিছুক্ষণ পরে প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, গত শুক্রবার স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক এবং একদিন পরে অভিযান চালানো হয়েছিল। কিন্তু স্কুলছাত্রকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
এদিকে স্কুলছাত্রের সন্ধানের অপেক্ষায় প্রতিদিন সকাল-বিকেল নদীতীরে স্বজনেরা ছুটছেন এবং তাদের কান্না করতে দেখা যাচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, স্কুলছাত্রের খোঁজ না পেলেও পুলিশ নদী তীরবর্তী এলাকাসমূহে নজর রাখছে। এবং স্কুলছাত্রের স্বজনদের সাথেও যোগাযোগ রক্ষা করছে।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক