ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ‘বরিশালবাসীর অনুভূতি ও প্রত্যাশা নেত্রী (শেখ হাসিনা) আন্তরিকভাবে বুঝতে পেরেছেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা শতভাগ পূরণ করার চেষ্টা করব। বরিশালের মানুষকে অনেক কিছু দেওয়ার আছে।
শনিবার (১৫ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নেত্রী মনে করেছেন বরিশালবাসীর স্বার্থে আমাকে দেওয়া প্রয়োজন— সে হিসেবে আমি মনে করি এটি একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব আমি কোনোভাবে অবহেলা করবো না। আওয়ামী লীগের কর্মী সকলেই আমার দলীয় কর্মী। কারো প্রতি বিদ্বেষমূলক কোনো কার্যকলাপ আমি করব না।
বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর বিষয়ে তিনি বলেন, ও (সাদিক আব্দুল্লাহ) আমার ভাইয়ের ছেলে। অবশ্যই ও আমার কাছে আসবে— এটা ওর দায়িত্ব-কর্তব্য। ভবিষ্যতে ভালো কিছু করতে চাইলে অবশ্যই সাদিক আব্দুল্লাহ আমার কাছে আসবে। জননেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার সম্মান অবশ্যই ও (সাদিক আব্দুল্লাহ) রক্ষা করবে এটা আমিও চাই, সমগ্র বরিশালবাসী চায়। এখানে রেষারেষি, হিংসা-বিদ্বেষ এমন কোনো কার্যকলাপ নেই এবং আমি এসবে অভ্যস্ত না।
খোকন সেরনিয়াবাত বলেন, আমার মামা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাবা শহীদ আবদুর রব সেরনিয়াবাত মানুষের সেবা করেছেন। ওই আদর্শ আমি ধারণ করি। বরিশালের মানুষ দীর্ঘদিন অবহেলিত। তাদেরকে অনেক কিছু দেওয়ার আছে। বরিশালের মানুষের জন্য আমাকে উৎসর্গ করতে পারলে আমার বাবা-মামা; তাদের যে আকাঙ্ক্ষা পূরণের সুযোগ থাকলে অবশ্যই আমি তা পূরণ করবো। এই ক্ষেত্রে আমি কখনোই দায়িত্বহীনতার পরিচয় দিব না।
তিনি ভোটের মাঠে সর্বস্তরের নেতাকর্মীকে পাশে থেকে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
এদিকে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর। তবে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর জানিয়েছেন, দলের সিদ্ধান্তের বাইরে কোনো মন্তব্য নেই।
এদিকে খোকন সেরনিয়াবাত মনোনয়ন পাওয়ার পর বরিশাল নগরীর বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতার নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
প্রসঙ্গত, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক