ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার (৬নভেম্বর) এইচএসসি পরীক্ষা শুরুর দিনে মা শিউলি বেগমের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করে শারমিন আক্তার নামে এক পরিক্ষার্থী।
সে উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের ছোট মেয়ে এবং ভাণ্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।
মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষাকেন্দ্রের ১০১নং কক্ষে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। স্ত্রীর মৃত্যুতে নির্বাক স্বামী ফারুক ফকির! পরীক্ষার্থী শারমিন আক্তারের চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিল।
শনিবার দিনগত রাত দ্ইুটা বিশ মিনিটে ঢাকা প্রাইম হসপিটালে মারা যায়। সকাল ১০ টায় মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ের মৃত্যুতে মেয়ে পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিলেও পরিবার এবং স্বজনদে অনুরোধে মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরিক্ষায় অংশ নেয় সে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় আমরা সবাই শোকাহত।
ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ খান জানান, মেয়েটি আমাদের কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী। মায়ের মৃত্যুতে তাকে মানষিক সাপোর্ট দেয়ার জন্য আমি সহ আমাদের কলেজের শিক্ষকবৃন্দ সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছি। এবং সে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষাকেন্দ্রে অংশ নেয়ায় আমি নিজে বেশ কয়েকবার গিয়ে তাকে সান্তনা দিয়েছি । যাতে পরীক্ষা বন্ধ না করে।
মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব ঐ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর জানান,মেয়েটিকে আমরা যথা সম্ভব মনোবল দেয়ার চেষ্টা করছি। যাতে সে পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে। এদিকে শোকাহত পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মেয়ে পরীক্ষা শেষে বাড়িতে আসার পর মৃতের লাশ দাফন করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক