ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ ‘টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ স্লোগান নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসের শেখ হাসিনা হল চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২২’ এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, শেখ হাসিনা হলের প্রভোস্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, শিক্ষকবৃন্দ, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থীসহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা হলের উদ্যোগে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীনের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২২’ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় নারী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক