ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলে পানি সংকটে অতিষ্ঠ হয়ে খালি বালতি নিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে হলের ছাদে শিক্ষার্থীদের এ প্রতিবাদ করতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই দুই থেকে তিন ঘণ্টা যাবৎ হলে পানি থাকে না। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পানি ছিল না। গত দুইমাস ধরে এ সমস্যায় ভুগছেন তারা। এ রকম পানি সংকট থাকায় বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। হল প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি
আরো খবর
হলের আবাসিক শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম বলেন, ‘দৈনন্দিন জীবনের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সারাদিন ক্লাস করার পর হলে এসে দেখি পানি নেই। পানি ছাড়া একজন মানুষ কীভাবে চলে! বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবং পানি সংকট সমাধানের জন্য কর্তৃপক্ষ হলের পাশের পুকুর সংস্কার করতে পারে। তাও কেন করছে না?’
হলের আবাসিক শিক্ষার্থী মেহেদি হাসান রনি বলেন, ‘এ সমস্যাটা আমরা অফিসে কয়েকবার জানিয়েছি। এমনকি ভিসি স্যারকেও জানিয়েছি। কিন্তু সমাধান হচ্ছে না। আজকে আমরা জুমার নামাজ পড়বো কিন্তু দেখি সকাল ১০টার আগেই পানি শেষ। ওয়াশরুমে যাবো পানি নেই। খাবার পানিটাও পাওয়া যায়নি। তাই আমরা সবাই ছাদে এসেছি বৃষ্টির জন্য। আমরা পানির সমস্যার সমাধান চাই।’
আরো খবর
এ বিষয়ে হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, ‘একসঙ্গে বেশি লোক গোসল করতে গেলে পানি পাবে না এটাই স্বাভাবিক। একটু সমস্যা হয়েছে। আগামী রবিবার মিস্ত্রি এসে ঠিক করবে।’
পুকুর সংস্কার নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘হলের ফান্ড দিয়ে পুকুর সংস্কার করা সম্ভব না। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছি।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক