ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১
বরগুনার বামনা উপজেলার খোলপটুয়াবাজার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া গেছে।
সোমবার সকালে খোলপটুয়া বাজারের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার বিকালে খোলপটুয়া ব্রিজের ঢালে দোকানের সামনে ওই নারীকে দেখা গেছে। সোমবার সকালে ওই নারীর মৃতদেহ রাস্তার পাশে দেখে পুলিশকে জানান স্থানীয়রা।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, স্থানীয়রা আমাকে জানায় ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন।
গত কয়েক দিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তাকে কেউ কিছু খেতে দিলে খেত না। তবে কি কারণে মারা গেছে সেটা বলতে পারব না।
নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ পাওয়া যাবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক