ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
বরগুনার তালতলীতে জুমার নামাজরত অবস্থায় মো. ওয়াহেদ মিয়া (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) উপজেলার মার্কাজ জামে মসজিদে জুমার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি। ওয়াহেদ মিয়া উপজেলার সুন্দারিয়া এলাকার বাসিন্দা।
মসজিদের মুসল্লিরা জানান, ওই মসজিদের নিয়মিত মুসল্লি মো. ওয়াহেদ মিয়া আজ জুমার নামাজ পড়তে মসজিদে আসেন।
অজু করে মসজিদের মধ্যে প্রবেশ করেন তিনি। এরপর নামাজ শুরু করলেও তা আর শেষ করতে পারেননি। হঠাৎ তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করে জায়নামাজে শুয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে ঠিকমতো জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান। পরে তার আত্মীয়-স্বজনরা এসে গ্রামের বাড়ি উপজেলার সুন্দারিয়া গ্রামে নিয়ে যায়।
মসজিদের মুসল্লি ও ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, জুমার নামাজে তিনি অসুস্থ বোধ করলে নামাজ শেষ হওয়ার পরপরই আমরা তাকে ধরে জায়নাজে শোয়ানো হয়। এরপর সেখানেই তিনি মারা যান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক