ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
বরগুনার পাথরঘাটার গহরপুর গ্রামে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক।
আটককৃতরা হল- বরিশালের চরমোনাই ইউনিয়নের লতিফ গাজীর ছেলে মো. সুজন (২৮), বরিশাল সদরের চন্দ্রমোহন গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মো. মাছুম (৪৬), বরগুনার পাথরঘাটার বড়ইতলা গ্রামের আলতাফের ছেলে মো. মিজান।
এর আগে, শনিবার (১৫ জানুয়ারি) পাথরঘাটা উপজেলা সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামে ডাকাতির ঘটনায় সুজনকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের খান বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতির ঘটনায় গুরুতর আহত হন সোহেল ও তার বড় ভাই রাসেল । পরে এলাকাবাসী সুজন (২৮) নামে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ১ সদস্যকে আটক করে । পরে পুলিশ অভিযুক্ত ডাকাত সুজনের দেওয়া তথ্য অনুযায়ী আরও ২ ডাকাতকে গ্রেফতার করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক