ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
মেহেরপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমাদের জানা মতে যদি আমরা তাকে না পেতাম তাহলে কিন্তু পরাধীন জাতি হিসেবে থাকতে হতো। বাঙালির আর্তনাদ আর্তনাদই থেকে যেত। সেটা কিন্তু কখনোই বাস্তবায়িত হতো না। বঙ্গবন্ধুকে যদি আমরা বুকে ধারণ করে রাখতে পারি তাহলেই আমরা সাফল্য অর্জন করতে পারব।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সব সময় কি বলতেন, “মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন”। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের সেই বক্তব্য একটার পর একটা ভাষা, একটার পর একটা শব্দ এবং কিভাবে অনবদ্য কবিতার মতো তিনি বলে গেলেন। একেই বলে বাঙালি। যারা মাথা নত করতে জানে না। আমরা জাতির পিতার সেই আদর্শ, জাতির পিতার সেই প্রতিচ্ছবি আমাদের বুকে ধারণ করতে পারলে তখনই আমরা সার্থক হবো।
গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ মুজিববর্ষের শতঘন্টা মুজিবচর্চা কর্মসূচির সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম,টিটিসি অধ্যক্ষ আরিফ আহমেদ প্রমুখ। পরে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক