ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি, ভোলায় ছাত্রদল নেতা আটক

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি, ভোলায় ছাত্রদল নেতা আটক
নিউজটি শেয়ার করুন

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করায় ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. সাখাওয়াত হোসেন (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সাখাওয়াত ওই উপজেলার চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফা মিয়ার ছেলে।

 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার শম্ভুপর ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউর হক তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি বলেন, ‘সাখাওয়াত হোসেন তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ