ফরচুন বরিশালে খেলবেন ওয়াসিম জুনিয়র

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

ফরচুন বরিশালে খেলবেন ওয়াসিম জুনিয়র
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল : বরিশাল দলে আরো এক পাকিস্তানি তারকা। সাকিব, গেইলদের সাথে খেলবেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও। এর আগে ওয়ায়িম জুনিয়রের স্বদেশী ইফতেখার আহমেদকে সাইনিং করিয়েছে দলটি।

 

 

ফরচুন বরিশাল তাদের ভেরিফাইড ফেসবুকে এল বিজ্ঞপ্তি দিয়ে ওয়াসিম জুনিয়রের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেন। সেখানে তারা লিখে, ‘এই মৌসুমে আমাদের সপ্তম চুক্তির ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, তুমি আসো। তোমাকে স্বাগতম আর্মি।’

 

 

বরিশাল যখন তাদের এই সুসংবাদ প্রকাশ করে, ওয়াসিম জুনিয়র তখন অস্ট্রেলিয়ায় পাকিস্তানের জার্সি কাঁপন ধরাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বুকে। ২ ওভার বল করে ১৩ রান দিয়ে উইকেটও তোলে নেন একটি। সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে এই পেসারের শিকার ৩৩ উইকেট।

 

 

ওয়াসিম জুনিয়র, ইফতেখার আহমেদ ছাড়াও এবারের আসরে আরো একদল পাকিস্তানি তারকা ক্রিকেটারদের দেখা যাবে বিপিএলজুড়ে। তাছাড়া বরিশাল দলে ওয়াসিম জুনিয়র, ইফতেখার আহমেদ ছাড়া আরো আছে ক্রিস গেইল, রাহকিম কর্নওয়াল, ইবরাহীম জাদরান, করিম জানাত। দলটির আইকন ক্রিকেটার সাকিব আল হাসান


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ