ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২১
ঢাকাঃ প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার খেলাঘর ৭ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রুপগঞ্জকে। পরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে পরাজিত করেছে শাইনপুকুর।
সকালে আগে ব্যাট করে রুপগঞ্জ ৫ উইকেটে ১৩৮ রান তুলেছিল। আল-আমিন জুনিয়রের হাফ সেঞ্চুরিই তাদের স্কোরের মূল রসদ যুগিয়েছে। আল-আমিন জুনিয়র ৫১, আজমীর ২৮, সাব্বির রহমান ২৩, জাকের আলী অপরাজিত ১৯ রান করেন। জবাবে জহুরুল ইসলাম অমি ও মেহেদী হাসান মিরাজের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ৩ উইকেটে ১৪০ রান তুলে জয় পায় খেলাঘর।
২৫ রানে ২ উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে মিরাজ-জহুরুল ৯৭ রানের জুটি গড়েন। মিরাজ ৫৪ রান করে আউট হন। একপ্রান্ত আগলে অধিনায়ক জহুরুল দলের জয় নিশ্চিত করেন। ৪৪ বলে অপরাজিত ৫৩ রান করেন তিনি। ম্যাচ সেরাও হয়েছেন জহুরুল।
দ্বিতীয় ম্যাচে শাইনপুকুর ৫ উইকেটে ১৩৭ রান করেছিল। ভালো শুরু পেলেও দলের কেউই বড় স্কোর গড়তে পারেননি। সাব্বির হোসেন ২০, তানজিদ হাসান ৩৪, তৌহিদ হৃদয় ২৮, রবিউল ইসলাম রবি অপরাজিত ৩৪ রান করেন। ওপেনিংয়ে আশরাফু- সৈকত আলী রান না পাওয়ায় ১৩৮ রানের টার্গেটই পাড়ি দিতে পারেনি শেখ জামাল। আগের দুই ম্যাচেই ওপেনিং জুটি টেনেছে দলটিকে। তারাই বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিল। রান তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় দলটি। নাসির ২৮, ইলিয়াস সানি ৩০, সোহরাওয়ার্দী শুভ ১৫, এনামুল ১৯ রান করেন। ৪ ওভারে ২ মেডেনসহ ৮ রানে ৩ উইকেট নিয়ে শাইনপুকুরের বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ম্যাচ সেরার পুরস্কার পান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক