প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

 

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কুশন কুমার সিংহ (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলায় বড়াল নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

 

 

 

বাগাতিপাড়া মডেল থানার (ওসি) শফিউল আযম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

কুশন কুমার সিংহ (১৭) বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী উৎপল কুমার সিংহের ছেলে এবং সে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

 

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শফিউল আযম খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বন্ধুদের সঙ্গে কড়াল নদীতে প্রতিমা বিসর্জন যায় ওই কলেজ শিক্ষার্থী। এসময় অসাবধানতাবশত জেনারেটরের তারের সাথে লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে এ কর্মকর্তা জানান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ