পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক আমাদের নতুন সময়ের পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবুর (৫২) স্ত্রী মারুফা বেগম (৩০) নিহত ও তিনি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) রাতে জেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

 

 

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. তানভীর হাসান সাংবাদিক ওয়াহিদ হাসান বাবুর স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, রাতে তারা জেলার কাউখালী শ্বশুরবাড়ি থেকে পিরোজপুরের নিজ বাসায় মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, রাতে সাংবাদিক দম্পতি একটি মোটরসাইকেলে করে কাউখালী থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। এসময় এক পথচারী তার মোটরসাইকেলের সামনে এলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। আহতদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তার স্ত্রীকে খুলনা নেওয়ার পথে তার স্ত্রী মারুফা বেগমের মৃত্যু হয়।

 

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী মারা গেছেন। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্বরত সাংবাদিকরা বাবুর পরিবাবের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ