ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পিরোজপুরে পুলিশের বাধায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যুর প্রতিবাদে এ মিছিল ডেকেছিল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশি বাধার মুখে কার্যালয়ের সামনেই পথসভা করে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল বলেন, ‘পুলিশ ছাত্রদলকে রাজপথে নামতে দিচ্ছে না। এভাবে ছাত্রদলকে বেশি দিন ঘরে আটকে রাখা যাবে না। এরপর ছাত্রদলের কোনো কর্মসূচি বাধা দিয়ে আটকে রাখা যাবে না।’
তিনি আরও বলেন, ‘আগেও ভোলাসহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধা নয়ন মিয়াসহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আর কত রক্ত দিলে এই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমাদের জানা নাই।’
এ সময় জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু, ইমরান আহম্মেদ সজিব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুরে বিএনপির নেতা-কর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্রদল নেতা নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নয়ন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ছিলেন। সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক