ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
বরগুনা : বরগুনার পাথরঘাটায় পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার রাত দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের খালের পাশ থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেংরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বনবিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করবেন বলে তিনি জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক