ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে পড়ে গিয়ে মাওলানা আইয়ুব আলী (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে ৮টার দিকে উপজেলার শ্রমতি নদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষক দুমকী উপজেলার বাসিন্দা। মির্জাগঞ্জের কলাগাছিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ড হিসাবে কর্মরত ছিলেন। পেশাগত কারণে সুবিদখালীতে বসবাস করতেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি সওকত আনোয়ার বলেন, কলাগাছিয়া মাদ্রাসার সভাপতিকে এগিয়ে নেওয়ার জন্য আইয়ুব আলী মহিসকাটা-আন্দুয়া সেতুর উপর দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখন যাত্রীবাহী একটি অটোরিকশা ও মোটরসাইকেল সেখান দিয়ে পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে যায়।
এরপর আহতদের সাথে সাথে উদ্ধার করা সম্ভব হলেও মাদ্রাসা শিক্ষক আইয়ুব আলী নিখোঁজ ছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক