ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
পটুয়াখালীতে সৎ মা সাহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবিকে (১২৫) দা দিয়ে কুপিয়ে হত্যাকারী ঘাতক আল-আমিনকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
আজ ১৭ জুন (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সদরঘাট থেকে ‘প্রিন্স অব কামাল’ লঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার (১৩ জুন) দুপুর একটার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পলাতক ছিল ঘাতক আল-আমিন। আল-আমিন ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “মূল আসামি আল-আমিনকে ঢাকা সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে পটুয়াখালী এনে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক