পটুয়াখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতার পদত্যাগ

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেছেন আনিস হাওলাদার নামের এক যুবলীগ নেতা।শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে তিনি এ স্ট্যাটাস দেন।

 

 

আনিস পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। স্ট্যাটাসে আনিস হাওলাদার লেখেন- ‘প্রিয় সূর্যমনি ইউনিয়নের জনগণ, আসসালামু আলাইকুম।

 

 

আমি সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ তবে কেন পদত্যাগ করেছেন সে বিষয়ে খোলাসা করে কিছু না বললেও আনিস বলেন, ‘আমি পদত্যাগ করলে সংগঠন আরও সুসংগঠিত হবে।’

 

 

আনিসের পদত্যাগের বিষয়ে উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ