ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেছেন আনিস হাওলাদার নামের এক যুবলীগ নেতা।শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে তিনি এ স্ট্যাটাস দেন।
আনিস পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। স্ট্যাটাসে আনিস হাওলাদার লেখেন- ‘প্রিয় সূর্যমনি ইউনিয়নের জনগণ, আসসালামু আলাইকুম।
আমি সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ তবে কেন পদত্যাগ করেছেন সে বিষয়ে খোলাসা করে কিছু না বললেও আনিস বলেন, ‘আমি পদত্যাগ করলে সংগঠন আরও সুসংগঠিত হবে।’
আনিসের পদত্যাগের বিষয়ে উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক