পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ৭, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে‌ছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তা‌দের‌কে উপ‌জেলার সু‌বিদখালী বাজা‌র থে‌কে গ্রেপ্তার করা হ‌য়। এ সময় ডাকা‌তির কা‌জে ব্যবহৃত এক‌টি মা‌হিন্দ্র ও বি‌ভিন্ন ধর‌নের সরঞ্জাম উদ্ধার করা হয়ে‌ছে।

 

পটুয়াখালীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. মু‌কিত হাসান খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্প‌তিবার গভীর রা‌তে বিভিন্ন এলাকা থে‌কে বরিশালের রূপাতলী এলাকায় একত্রিত হয়ে যাত্রী সেজে মাহিন্দ্রতে করে ডাকাতির উদ্দেশ্যে মির্জাগঞ্জে আসে ডাকাত দলের সদস্য। এরপর সুবিদখালী বাজারের একটি দোকানের তালা ভেঙে ফেলে। তা দেখে মির্জাগঞ্জ থানার টহল পুলিশের সন্দেহ হলে ডিবি পুলিশের সহায়তায় ডাকাত চক্রকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুর আলম হাওলাদার, নিজাম হাওলাদার, রাজিব হাওলাদার, মো. সজীব ও শাহজাদা আকাশ। তা‌দের সবার বাড়ি মু‌ন্সিগঞ্জ ও ব‌রিশালের বি‌ভিন্ন জেলায়।

 

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লোহার তৈরি গ্রিল কাটার মেশিন, একটি ১৩ ইঞ্চি লম্বা ছুরি, চাপাতি ও মাহিন্দ্র জব্দ করা হ‌য়ে‌ছে।

 

এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় এক‌টি মামলা হ‌য়ে‌ছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ