ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১
পটুয়াখালীর রাঙ্গাবালীতে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা খেয়াঘাট সংলগ্ন আগুন মুখা নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপরের দিকে স্থানীয়রা লাশাটি আগুন মুখা নদীতে ভাসতে দেখে। পরে চর মোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারনা, তিন দিন আগে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের নিখোজ জেলের লাশ হতে পারে এটি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হায়দার জানান, তিন দিন আগে ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ভোলার একটি ট্রলার ডুবে যায়।
সেখানের মাঝি মাল্লাদারে খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশের পরিচয় শনাক্ত হতে পারে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক