ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল: দীর্ঘ দুই বছর পর পটুয়াখালী জেলা ছাত্রলীগের ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানভীর হাসান আরিফ। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে ৩৯ জনকে সহসভাপতি, ৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও একই বিজ্ঞাপ্তিতে ছয় জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমার ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সঠিকভাবে পালন করব।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে পটুয়াখালী জেলা ছাত্রলীগ জেলা আওয়ামী লীগের সহযাত্রী হিসেবে কাজ করবে। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হয়েছি। পটুয়াখালী জেলার সকল শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে কাজ করে যাব। মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলব।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক