ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১
পটুয়াখালীর মহিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের পেটে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। সোমবার বিকেলে মহিপুর সদর ইউপির সেরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই উপস্থিত জনতা হামলাকারী সাইফুল হাওরাদারকে ধারালো ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় রক্তাক্ত অবস্থায় আহত কৃষক জয়নাল শিকদারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত জয়নাল জানান, প্রতিপক্ষ খালেক মিয়ার সঙ্গে জমির চাষাবাদ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায় তার পেটে ছুরিকাঘাত করে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক