ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের উদ্দেশে আগামীকাল মঙ্গলবার বিকেলে দেশ ছাড়বে টাইগাররা।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে কাল বিকাল ৪টায় রওনা দেবে বাংলাদেশ দল। পরদিন বিকেলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ক্রাইস্টচার্চে পৌঁছবে। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে।
তিন দিনের আইসোলেশনে থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে টাইগাররা। এরপর মূল সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল।
আগামী ২০ মার্চ ডুনেডিনে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চে ২৩ ও ওয়েলিংটনে ২৬ মার্চ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল। আগামী ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।
সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ারে ৩০ মার্চ ও অকল্যান্ডে ১ এপ্রিল। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক