ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২
ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের অভিযোগে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮জুন) রাতে দপদপিয়ার চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার আবু তালেব মোল্লার পুত্র মো. নাইম মোল্লা(২৩) ও গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত মজিবর খানের পুত্র মো. ইরাজ খান(৩৯)। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া এলাকার চৌমাথা নামক স্থানে চেকপোস্ট বসানো হয় ।
এসময় গোপালগঞ্জ থেকে আসা (ঢাকা মেট্রো -গ -৩৫ -২৮৪৩) একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে ১৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ মো. নাইম মোল্লা ও মো. ইরাজ খানকে আটক করা হয়। পাশাপাশি মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক