ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব,উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস -২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
অনান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি,সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন,যুব উদ্যোক্তা আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগোরিতে প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক