ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় সমবায় দিবস -২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর এক আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার’র সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা (অঃদাঃ) মো. শহিদুল হক, মোল্লারহাট ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক