নলছিটিতে এতিমদের মাঝে তরল দুধ বিতরণ

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫

নলছিটিতে এতিমদের মাঝে তরল দুধ বিতরণ
নিউজটি শেয়ার করুন

 

আমির হোসেন, ঝালকাঠি:: বিশ্ব দুগ্ধ দিবস এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নলছিটিতে এতিম শিশুদের মধ্যে দুধ বিতরণ করা হয়েছে।

 

 

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কাঠিপাড়া এছহাকিয়া এতিমখানা, লিল্লাহবডিং ও হাফিজিয়া মাদরাসা এবং চৌদ্দবুড়িয়া ইমদাদুলউলুম হাফিজিয়া মাদরাসায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ দুধ বিতরণ করা হয়।

 

 

 

উপজেলা প্রানীসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এতিম শিশুদের মেধা বিকাশে দুধের পুষ্টিমানের গুরুত্ব ফুটিয়ে তুলতে জেলার সরকারি ও বেসরকারি ২০ টি এতিমখানায় মোট ১০০০ জন শিশুর মধ্যে দুধ বিতরন করা হবে।

 

 

নলছিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ ইফাদ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘, এতিম শিশুরা সাধারণত মানসম্মত খাবার পান না। তারা মাঝে মাঝে দুধ খেতে পারলে তাদের মেধাবিকাশ যথাযথ হবে। সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ