নলছিটিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

নলছিটিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় মো. শাহাদাৎ মোল্লা (৩৫) নামে এক যুবককে ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার সন্ধ্যায় উপজেলার কামদাবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

 

গ্রেফতার মো. শাহাদাৎ মোল্লা একই গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার ছেলে।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব ৮-এর একটি টহল দল মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে উপজেলার কামদাবপুর গ্রামের শাহাদাতের বাড়িতে অভিযান চালায়।

 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহাদাতকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

 

এ ব্যাপারে র‌্যাব-৮ ডিএডি মো. নূর ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ