ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণরোধে দ্বিতীয় বারের মত লকডাউনের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন। তবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলেও স্কুল-কলেজ খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।
করোনা সংক্রমণরোধে পাঁচটি ধাপের একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলো আয়ারল্যান্ড। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপেও সংক্রমণরোধ সম্ভব হয়নি, বরং শ’ ছাড়িয়ে প্রতিদিন হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছে গেলো কয়েক সপ্তাহ ধরে। এ অবস্থায় পাঁচ নম্বর ধাপে পুরো লকডাউনের ঘোষণা প্রধানমন্ত্রী মিহল মার্টিনের।
স্কুল-কলেজ খোলা রাখার বিষয়ে তিনি বলেন, ‘ডে কেয়ার সেন্টার ও স্কুল-কলেজ এ সময়ে খোলা থাকবে। এক করোনা মহামারির কারণে আমরা আমাদের শিশুদের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। আমরা আগামী ছয় সপ্তাহ লকডাউন কঠোরভাবে পালন করব। এরপর একসঙ্গে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বড়দিন পালন করব।’
দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক