ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২
দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। জেলা হিসেবে বেশি মানুষ মারা গেছে সুনামগঞ্জে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ মে থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন ও রংপুর বিভাগে ৫ জন।
জেলা হিসেবে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ২৮ জন মারা গেছেন। সিলেট জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনায় ১১ জন ও জামালপুরে ৯ জনের মৃত্যু হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক