ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২১
প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষকে দেওয়ার এক মাস পূর্ণ হয়েছে। শনিবার (৬ মার্চ) পর্যন্ত এই একমাসে প্রথম ডোজের করোনা টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। এর মাঝে পুরুষের সংখ্যা ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন ও নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯।
এর আগে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। এর পদিন ঢাকার ৫টি হাসপাতালে শুরু হয়য় পরীক্ষামূলক টিকাদান। ওইদিন টিকা পান মোট ৫৪১ জন।
এর কিছুদিন পর ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে সাধারণ মানুষদেরকে টিকা দেওয়া শুরু হয়। প্রথম দিন ২৩ হাজার ৮৫৭ পুরুষ ও ৭ হাজার ৩০৩ নারীসহ মোট টিকা নেন ৩১ হাজার ১৬০ জন।
তার পরদিন ৪৬ হাজারের বেশি মানুষ টিকা নেন। তৃতীয় দিন টিকা গ্রহীতার সংখ্যা বেড়ে লাখ ছাড়ায়। এরপর থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক টিকা গ্রহীতা লাখের ওপরেই রয়েছে। এর মাঝে অন্তত সাত দিন দৈনিক টিকা গ্রহীতা দুই লাখের ওপরে ছিল।
সর্বশেষ ২২ ফেব্রুয়ারি দুই লাখের বেশি লোক টিকা নেন। তারপর থেকে দৈনিক টিকা গ্রহীতা ক্রমান্বয়ে কমেছে। শনিবার ২৪ ঘণ্টায় এ সংখ্যা এক লাখে এসে ঠেকেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক