ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
ভোলা : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ঢাকা-জাহাজমারা (হাতিয়া)-মনপুরা (ভোলা) নৌপথে চলাচলকারী ফারহান-৪ লঞ্চের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারে ছয়জন জেলে ছিলেন। পাঁচজন উদ্ধার হলেও এক জেলে নিখোঁজ রয়েছেন।
রোববার সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট থেকে ঢাকার দিকে ছেড়ে যাওয়ার সময় মেসার্স ফারহান নেভিগেশনের ফারহান-৪ নামক লঞ্চটি জেলে ট্রলারকে ধাক্কা দেয়। দুপুর ১২টার দিকে লঞ্চটি জাহাজমারা ঘাট থেকে ছেড়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রলারের জেলে আল আমীন (১৯) নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি। নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করছে কোস্টগার্ড।
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, ট্রলারডুবির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া ট্রলারের মালিক নুরনবী মাঝি (৩৫) জানান, সাড়ে পাঁচটার দিকে ফারহান লঞ্চটি এসে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা ছয় জেলে ডুবে যান। জেলে ট্রলারটি ডুবে গেলে আশপাশের ট্রলারের লোকজন এসে পাঁচ জেলেকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া গুরুতর আহত তিন জেলেকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জেলেরা হলেন মো. রাকিবুল হাসান (১৮), মো. আলাউদ্দিন (৩২) ও মোশারফ হোসেন (৩৫)। ট্রলারমালিক ও আহত ব্যক্তিদের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে।
ফারহান লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুকুর রহমান বলেন, ট্রলারটি যাত্রীবাহী লঞ্চ চলাচলের চ্যানেলে মাছ ধরতে ধরতে লঞ্চের ভেতরে চলে আসে। এ কারণে লঞ্চটি ধাক্কা খায়। লঞ্চের লোকজন সহযোগিতা করে ট্রলারে থাকা পাঁচজনকে উদ্ধার করেন। অন্য ট্রলারও এসে সহায়তা করেছে। কেউ নিখোঁজ নেই। কেউ মিথ্যা খবর ছড়াচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক