ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঢাকা নগরীর এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে, একটি দোতলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাইজ্যাক মোড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
আনুমানিক ৩৫ বছর বয়সী এই যুবকের নাম মোহাম্মদ আজিজুল হক। তিনি ঢাকা নগরীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের ছেলে।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহের প্যান্টের পকেটে পাওয়া একটি জাতীয় পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে তার নাম ঠিকানা শনাক্ত করা হয়েছে।
ওসি বলেন, হাজী মঞ্জিল নামের একটি দোতলা ভবনের সামনে তার লাশ পাওয়া গেছে। তার নাক ও মুখে রক্ত বের হয়েছে। ওই ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকায় তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া জায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা ঝালকাঠি পৌঁছালে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক