টেকনাফে পুকুর থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

টেকনাফে পুকুর থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

 

 

শনিবার (৩১ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

 

 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৫টার দিকে কোস্টগার্ড ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

 

এসময় নেচার পার্কের ভেতরে একটি পুকুরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়।

 

 

 

পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

 

 

অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ