ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২
কপালে টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি সম্প্রতি কপালে টিপ পরে প্রতিবাদ করেছিলেন বিনোদন দুনিয়ার মানুষেরা। সেই সব সহকর্মীদের ‘পাগল’ বলে কড়া সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।
এর রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় এসেছে নতুন একটি ঘটনা। নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে আসার অপরাধে কমপক্ষে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। এ নিয়ে ফের সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই এ নিয়ে প্রতিবাদ করলেও এখন নীরব ভূমিকায় সেই সব শোবিজ কর্মীরা।
টিপকাণ্ডে যারা প্রতিবাদ করেছিলেন তাদের উদ্দেশে এবার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হিজাব না পরার কারণে জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেন? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।
উল্লেখ্য, ৬ এপ্রিল ছাত্রীদের পেটানোর ঘটনা ঘটলেও এটি প্রকাশ্যে এসেছে গতকাল (৭ এপ্রিল)। একাধিক ছাত্রীর অভিযোগ, অ্যাসেম্বলি চলাকালীন শিক্ষিকা আমোদিনী পাল তাদেরকে পিটিয়েছেন। কারণ তারা হিজাব পরে স্কুলে এসেছেন। এ নিয়ে ওই এলাকায় বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি।
যদিও আমোদিনী পাল জানিয়েছেন, স্কুল ড্রেস না পরে আসার কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখানে ধর্মীয় কোনও বিষয় ছিল না। স্কুলড্রেস পরে না আসায় তাদের শাসন করেছিলাম। একশ্রেণির মানুষ বিষয়টিতে ধর্মীয় রং লাগাচ্ছে। মূলত তাদের স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক