ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই বেলাল হোসেন (৩৫)। সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বড়ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তাঁর চাচাতো ভাই আল আমিনের বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে বড় ভাই নুরুল হক হাওলাদার ঘরের ভেতরে ঢুকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা এসে অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে আটক করে। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে আটক নুরুল হককে সোপর্দ করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Nobokontho24/ Barishal
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক