ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে নালার মধ্য থেকে মো. জালাল খান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করা হয়। নিহত মো. জালাল খান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত হোচেন খানের পুত্র।
নিহতের মেয়ে ফারজানা জানায়, সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে দুপুরে খাবার সময় বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুজি করে ২টার দিকে বাড়ির পাশের একটি নালার মধ্যে দেখে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে মৃতের পিঠে কয়েকটি গোলাকার চিহ্ন রয়েছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক