ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কারাগারে

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কারাগারে
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর করা যৌতুক মামলায় মো. ইমরান হোসেন (৩৪) এক ফায়ার সার্ভিস কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

 

ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে হাজির হয়ে তিনি জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. নুর হোসেন।

 

 

 

মো. ইমরান হোসেন রাজাপুর উপজেলা সদরের মনোহরপুর গ্রামের বাসিন্দা। ইমরান বর্তমানে পিরোজপুরের কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

 

মামলা সূত্রে জানা যায়, ইমরান হোসেনের স্ত্রী মিয়াদ আক্তার বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে ২০২২ সালের ১৬ নভেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে যৌতুক মামলা দায়ের করেন। ইমরানের স্ত্রী মিয়াদ আক্তার রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের বাসিন্দা।

 

 

মামলার বাদী মিয়াদ আক্তার বলেন, ‘মামলার প্রথম দুই তারিখে মীমাংসার শর্তে আদালত থেকে জামিন পায় ইমরান। কিন্তু তিনি জামিন নিয়ে তার পরিচিত প্রভাবশালীদের দিয়ে আমাকে এবং আমার সাক্ষিদের বিভিন্ন ভাবে হয়রানী করেছে।

 

 

 

ইমরানের দপ্তরেও একাধিবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। ইমরান তার প্রভাব দেখিয়ে সব ম্যানেজ করেছে। আমি যৌতুক মামলায় বিচার চাই।’

 

 

আসামিপক্ষের আইনজীবী ফয়সাল খান বলেন, ‘আগামী সপ্তাহে আসামির পক্ষে আবার জামিন চওয়া হবে। সরকারি চাকরিতে আমার পক্ষকে ক্ষতিগ্রস্থ করার জন্য সম্পূর্ণ মিথ্যা একটি যৌতুকের মামলা দায়ের করা হয়েছে


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ