ঝালকাঠিতে প্রায় এক লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার সরই গ্রামে লিটন ফকিরের নৌকা থেকে প্রায় এক লক্ষ টাকার অবৈদ জাল জব্দ করে ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য কর্মকর্তা।

 

এসময় কোন জেলেকে ঐ নৌকায় পাওয়া যায়নি হয়তো প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

 

রবিবার বিকেল তিনটায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এর যৌথ অভিযানে জাল জব্দ করা হয়।

 

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোস বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

 

তিনি আরও বলেন, জব্দকৃত জালের মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। অবৈধদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালগুলো নিয়ে আসা হয় ঝালকাঠি ডিসি পার্কে অতঃপর জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ