ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২
ঝালকাঠি প্রতিনিধি : নারায়ণগঞ্জে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে পুলিশ গুলি চালিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর ১টায় ঝালকাঠি জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপির নেতারা পুলিশের বাধায় প্রধান সড়কে নামতে পারেনি।
ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সামনে জেলা বিএনপির সদস্য সচিবের বাসার সামনের সড়কে বিক্ষোভ করেন নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। বিক্ষোভ মিছিল প্রধান সড়কে নামতে চাইলে পুলিশ মিছিলের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে, নেতাকর্মী দের সাথে পুলিশের ধস্তাধস্তি এক পর্যায়ে পুলিশ মারমুখী হয়ে উঠে।
পুলিশ বেষ্টুনীর মধ্যে তাৎক্ষণিক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন সহ জেলা বিএনপির সিনিঃ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি,ঝালকাঠি জেলা যুবদলের সম্মানিত আহবায়ক সামিম তালুকদার ভাই ও বিপ্লবী সদস্য সচিব এডভোকেট আনিসুর রহমান খান ভাইসহ যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক