ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঝালকাঠিতে শনিবার দুপুর ১২:৩০ টায় শহরের নতুন কলেজ মোড় এলাকায় ঝালকাঠি’র ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহেদ বাবু খালেক (৪৪), পিতা: মৃত এমএ ওয়াহেদ, সাং: পশ্চিম চাঁদকাঠি, নতুন কলেজ মোড় এলাকা থেকে নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে দু’টি খেলনা পিস্তলসহ নিজ বসতবাড়ী থেকে আটক ভুয়া নৌবাহিনীর অফিসার কে আটক করে।
আটক ব্যক্তির পিতা একসময় নৌবাহিনীতে চাকুরী করতেন। পিতার মৃত্যুর পর সেই পোশাক, র্যাংক ও ব্যাজ পরিধান করে বিভিন্ন সময়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতেন।
এছাড়া, তিনি দু’টি খেলনা পিস্তলের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন। আটক ব্যক্তির বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক