ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সুতালড়ী এলাকার বাবুল তালুকদারের কণ্যা জান্নাতুল ফেরদৌসী ঝন্না (২১) গত ৬/৮/২১ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে সময় ঢাকা পলাশ নগর বেলতলা এলাকার স্বামী রাজু আহমেদ এর পরিবার হত্যা করেছে নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ।
নিহত গৃহবধূর দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সোমবার সকাল ১১ টায় ঝালকাঠি জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০১৮সালে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়।
নিহত গৃহবধুর বাবা বাবুল তালুকদার বলেন আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়ি লোকজন। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
নিহত গৃহবধুর ভাই মিরাজ বলেন ঘটনার দিন রাতে বোন জামাই আমাদের ফোন দিয়ে বলেন যে তোমার বোন হার্ট অ্যাটাক করেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমার বোনের হত্যাকারীর বিচার চাই।
এ বিষয়ে নিহত গৃহবধূর স্বামী রাজু আহমেদের কাছে জানতে চাওয়া হলো তিনি বলেন, আমার স্ত্রী মানসিক সমস্যায় ছিলেন অনেকবার ডাক্তার দেখিয়েছি। ঘটনার দিন আমার স্ত্রী গহনা কেনার জন্য আমাকে চাপ দেয়। আমি বলি এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। সন্ধ্যার বাড়িতে ফিরে দেখি ঘরের লাইট বন্ধ। ভিতর থেকে দরজা লাগানো। আমি আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে ভিতরে প্রবেশ করে দেখি আমার স্ত্রী ফ্যানের সাথে ফাঁস লাগিয়েছে। তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক