ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
ঝালকাঠিতে অর্পিতা মন্ডল (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার শংকরধবল গ্রামের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
অর্পিতা ওই গ্রামের কাঠমিস্ত্রি নিতাই মন্ডলের মেয়ে। সে স্থানীয় শশীতভূষণকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়ে।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, রাতে মোবাইলফোনে অনেকক্ষণ কারো সঙ্গে কথা বলছিল অর্পিতা। রাত বেশি হলে পরিবারের সবাই ঘুমিয়ে যায়। সকালে অর্পিতার কক্ষের দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পরে বাড়ির পাশের একটি আমড়া গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখা যায়।
পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, ময়না তদন্তের পরে জানা যাবে মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক