ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
ঝালকাঠি : ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে পাঁচশ’ পিস ইয়াবা, ২২ বোতল ফেনসিডিল ও নগদ ১৫ হাজার টাকাসহ তুহিন হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন হাওলাদার পালবাড়ি এলাকার মৃত আদম আলী হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান জানান, শহরের পালবাড়ি এলাকার তুহিনের বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় তুহিন হাওলাদারের বাসা থেকে পাঁচশ’ পিস ইয়াবা, ২২ বোতল ফেনসিডিল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।
ঝালকাঠি থানায় তুহিন হাওলাদারের নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক