ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১
ঝালকাঠিতে মালিক-শ্রমিক সংঘর্ষে বন্ধের আট ঘণ্টা পর ফের আন্তঃজেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি সভার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। জেলার বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে।
এর আগে শনিবার দুপুরে বরিশাল-খুলনা রুটে সোহাগ পরিবহনের একটি বাসে লোকাল যাত্রী তোলে। এনিয়ে বরিশাল-পিরোজপুর রুটের সৌদিয়া পরিবহনের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাইদুল ইসলাম নামের একজনের হাত ভেঙে যায়। এরপর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক