ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই বৃদ্ধার বসতঘর

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

 

ঝালকাঠিতে পিয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই বসতঘরটি আগুনে পুড়ে গেছে। শনিবার ভোররাতে রাজাপুরের উত্তর বারবাকপুর গ্রামে ঘটে এ ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

 

 

ভুক্তভোগীর অভিযোগ, তার প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষের লোকজন।

 

 

পিয়ারা বেগম জানান, স্থানীয় হাবিবুর রহমান হাবিল, জাহিদুল ইসলাম জিয়া, মিজানুর রহমান মিজানের সঙ্গে জমির সীমানা ও বেড়া নিয়ে বিরোধ চলে আসছে।

 

 

এ ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সীমানা বেড়া খুলে গাছ কাটতে এবং ঘর সরাতে বলে ওই বৃদ্ধাকে ভয়ভীতি দেখায়। প্রতিপক্ষের বসতঘরের সামনেই পিয়ারা বেগমের বসতঘর। তিনি দিনে ওই ঘরে থাকলেও ভয়ে রাতে ছেলের বাড়ি গিয়ে থাকেন।

 

 

পিয়ারা বেগম অভিযোগ করে জানান, তাকে বাড়িছাড়া করতেই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

 

তবে এ অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান হাবিল দাবি করেন, তাদের ফাঁসাতে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা এর সঙ্গে জড়িত নন। কারা এটি ঘটিয়েছে তা দেখেননি। লোকজনের চিৎকারে বের হয়ে আগুন জ্বলতে দেখেন তারা।

 

 

রাজাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নেওয়া হবে আইনি ব্যবস্থা। পিয়ারা বেগমের পূর্বের অভিযোগটি আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ