ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৮নভেম্বর) এ জরিমানা করা হয়।
সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুম্পা সিকদার অভিযান চালিয়ে ড্রেজারটি আটক করেন। ড্রেজারের মালিক হলেন, বরিশাল জেলার আ. শুক্কুর হাওলাদারের ছেলে রুম্মান হাওলাদার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুম্পা সিকদার বলেণ, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনানুযায়ী তাকে এ জরিমানা করা হয়েছে। আগামীতে আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক