ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে তওবা করে সাক্ষাৎকার দিয়ে চুরি ছেড়ে ভালো হওয়ার ঘোষণা দেন ঝালকাঠির নলছিটি শহরের পূর্বমালীপুর এলাকার মো. শাহজালাল ওরফে ট্যাবা। এমনকি জেলা শহরের একটি প্রসিদ্ধ স্থানে গিয়ে বিগত দিনে চুরির জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাও চান তিনি। আর কখনো চুরি করবেন না বলে জনসম্মুখে প্রতিশ্রুতি দেন। কিন্তু তিন মাসের মাথায় আবারো চুরি করতে গিয়ে ধরা পড়েছে চোর শাহজালাল ওরফে ট্যাবা।
মঙ্গলবার রাতে পৌরসভার সারদল এলাকার আরআই বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে সে।
নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মুনির বলেন, শাহজালাল ওরফে ট্যাবা আমার কাছে এসে একটি লাইভে চুরি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছিল, যা আমার সামাজিক ফেসবুকে শেয়ার করেছিলাম। এখন আবার শুনছি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে বিষয়টি আসলেই দুঃখজনক।
সারদল এলাকার বাসিন্দা নাইম তালুকদার বলেন, মঙ্গলবার রাতে আমাদের পাশের বাড়িতে চোর ঢুকলে বাড়ির মালিক তা টের পেয়ে চিৎকার দেয়। আমরা ধাওয়া করে চোর শাহজালালকে ধরে সকালে পুলিশে সোপর্দ করি।
চুরির অভিযোগে আটক মো. শাহজালাল ওরফে ট্যাবা পৌরসভার পূর্বমালীপুর এলাকার রুস্তুম হাওলাদের ছেলে। সে এর আগেও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, জনতা একজন চোরকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক