ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশাল সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো দুইজন নিঁখোজ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজের স্বজন জাহিদুল ইসলাম।
তিনি জানান, হাজী আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ৪৫ জনের কাফেলা নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মাহফিলের উদ্দেশ্যে যান। ট্রলার ডুবির পর ৪০ জন জীবিত ফিরলেও পাঁচজন নিখোঁজ হন।
এরমধ্যে তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন উপজেলার রুদ্রপুরের মৃতঃ কছিমুদ্দিম শেখের পুত্র রফিকুল ইসলাম (৬০) ও মৃত আব্দুল ওয়াহেদ আলীর পুত্র মোঃ আঃ কুদ্দুস(৭২)। লাশ পাওয়া গেছে উপজেলার কাবারীপাড়ার হাজী আব্দুল কুদ্দুস (৭০), মৃত হাবিবুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম (৫৫), গোলাম রব্বানীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৫২)। সিরাজুল ইসলাম আমার মামাতো ভাই।
লাশ চরমোনাই মাহফিলের মাঠে রাখা আছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। তিনি জানান, আইনি প্রিক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে সকাল থেকেই কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বশেষ বিকেল সাড়ে পাঁচটায় ট্রলারটি শনাক্ত করে সেখানে বয়া বেধে দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী বিএম কলেজের ছাত্র দেলোয়ার হোসেন বলেন, রাত দেড়টার দিকে চিৎকার শুনে নদী তিরে এসে দেখেন ট্রলার ডুবে গেছে। তিনি তখন ৯৯৯ নম্বরে কল করেন। তবে রাতে সহায়তা চেয়ে কল করা হলেও সকাল ৭টায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। দেলোয়ার বলেন, ট্রলারে থাকা মুসল্লীরা জানিয়েছে যাত্রীবাহি একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাতে টহল দিলেও দিনে আবার ডুবুরি নামিয়ে খোঁজা হবে। নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক